বাবার মৃত্যুর ১৫ দিনের মাথায় ৫ সন্তানের মৃত্যু।

এই হৃদয়বিদারক ঘটনা ভাষায় প্রকাশ করার মত নয়, মানুষের প্রাণ এখন খুবই সস্তা…!!! মহাসড়কে মর্মান্তিক মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৫টি তাজা প্রাণ কিন্তু এই মৃত্যু সর্বস্তরের জনসাধারণকে একটা বার্তা দিয়ে গেল, আদৌ কি আমরা নিরাপদ সড়ক পেয়েছি???
উল্লেখ্য, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ ভোর সাড়ে ৬ টার দিকে। মৃতরা ওই ইউনিয়নের রিংবং এলাকার মৃত সুরেশ চন্দ্র সুশীলের ছেলে অনুপম সুশীল (৪৬), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও নিরুপম সুশীল (৪০)। এ ছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রক্তিম সুশীল (৩৬) নামের আরও এক ভাই মারা যান। আহতরা হলেন, প্লাবন সুশীল, রক্তিম সুশীল, স্মরণ সুশীল ও হীরা সুশীল। আরও ২ ভাই এখন মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে! তাদের বাঁচানো যাবে কিনা সন্দেহ!

প্রসঙ্গত, তাদের বাবার মৃত্যু প্রায় হয়েছে ১৪-১৫ দিন আগে! আজ স্নান ছিল, আগামীকাল অন্তোষ্টিক্রিয়া! আজ সাদা কাপড় পড়া অবস্থায় তারা ৭ ভাই একসাথে রাস্তার পাশ দিয়ে বাবার শশ্বানের দিকে যাচ্ছিলো! এমন সময় পিছন থেকে আসা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি গাড়ির ধাক্কায় ৫ ভাইয়ের মৃত্যু হয় আর ২ ভাই এখন মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে!


Leave a comment